Tuesday, October 20, 2015

মেসি-এনরিকে না-পেলে, প্রশ্ন উঠবেই

ফিফা বর্ষসেরা ফুটবলার পুরস্কারের ২৩ দাবিদার

কাশীনাথ ভট্টাচার্য

কোনও সন্দেহ আছে কি, পুরস্কার কে পেতে পারেন নিয়ে?
ফিফা-র বালন দি’ওর ২০১৫ নিয়ে প্রচুর জল্পনা চলবে। বছরের শেষপর্ব যত এগিয়ে আসবে, গোলের সংখ্যা ক্রমশ বেড়ে যাবে ক্রিস্তিয়ানো রোনালদোর। ইংরেজ-ঘেঁষা প্রচারমাধ্যম ও তাদের প্রতিনিধিরা প্রচুর লিখবেন, পোঁ ধরবে বাংলার বাজারি প্রচারমাধ্যমও। কিন্তু শেষ পর্যন্ত পাবেন লিওনেল মেসি। আবার ত্রিমুকুট এনে দিয়েছেন। ইংরেজ ক্লাবগুলো শতবর্ষ পেরিয়ে পেরিয়ে আর ফুটবল খেলার চেষ্টা করতে গিয়ে ক্লান্ত হতে হতে, একবার ত্রিমুকুট পেলে সারা জীবন ফাটা রেকর্ড শুনিয়ে যায়। মেসির ফুটবলার জীবনে এই নিয়ে দু-দু’বার হয়ে গেল ঘরোয়া লিগ, ঘরোয়া নকআউট ও মহাদেশের চ্যাম্পিয়ন্ ট্রফি পাওয়া। তারপরও যদি প্রশ্ন ওঠে, মহা মুশকিল! বাজার বাজারের মতোই চলবে, স্বাভাবিক। মাছের বাজার হওয়ার চেষ্টা হবে। তাতে ত্রিমুকুট মুছে ফেলা সম্ভব নয়। আর, মেসিদের খুব একটা যায়-আসে না তাতে, সে বাজার নিজেকে যতই হর্তা-কর্তা-বিধাতা ভাবুক না কেন!
সেরা ২৩ : লিওনেল মেসি, সের্খিও আগেরো, হাভিয়ের মাসচেরানো (আর্জেন্তিনা), টোনি ক্রুস, টমাস মুলার, ম্যানুয়েল নয়ার (জার্মানি), আলেক্সি সানচেজ, আর্তুরো ভিদাল (চিলে), এডেন হ্যাজার্ড, কেভিন ডে ব্রুইন (বেলজিয়াম), করিম বেনজেমা, পল পোগবা (ফ্রান্স), ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল), হামেস রদরিগেজ (কলম্বিয়া), গ্যারেথ বেল (ওয়েলস), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন), নেইমার (ব্রাজিল), লুইস সুয়ারেজ (উরুগুয়ে), জ্লাটান ইব্রাহিমোভিচ (সুইডেন), রবার্ট লেওয়ানডোস্কি (পোল্যান্ড), ইভান রাকিটিচ (ক্রোয়েশিয়া), আরিয়েন রবেন (নেদারল্যান্ড), ইয়াইয়া টুরে (আইভরি কোস্ট)
ঠিক যেমন সেরা কোচ কে হবেন তা নিয়েও খুব একটা সমস্যা নেই। বার্সেলোনাকে প্রথম বছরেই ত্রিমুকুট দেওয়ার পর লুইস এনরিকেই বছরের সেরা কোচ হওয়ার একমাত্র দাবিদার। তাঁকে চ্যালেঞ্জ জানাবেন কে? প্রাথমিক পর্যায়ে খানিকটা লড়াই হবে হোর্খে সাম্পাওলি-র সঙ্গে। চিলের কোচ, এবার চিলে-কে প্রথম কোপা আমেরিকা জেতাতে সাহায্য করেছেন, সেই কারণে। তবে, কোচদের সেরা দশে আর্সেন ওয়েঙ্গারের নাম কী কারণে, বোঝা দুষ্কর! ইংরেজ ক্লাবের কোচ হলে এমন বহু অযাচিত সুযোগ পাওয়া যায়। এফ এ কাপ, যা আমাদের দেশের ফেডারেশন কাপের সমতুল্য, আর কমিউনিটি শিল্ড যাকে আই এফ এ শিল্ড বলা যায়, সেই দুটি ট্রফি জেতার জন্য কি? নাগজি আর বরদলুই ট্রফি ফিরিয়ে এনে কোনও কোচ তা জিতলে কি ভারতেরই সেরা কোচ হবেন?
তাই, আগামী জানু্য়ারিতে এই দুই ট্রফি কাম্প নু-তে না-গেলেই উঠবে নানা আপত্তিকর প্রশ্ন!

ফিফার বর্ষসেরা কোচ হওয়ার দশ-দাবিদার

No comments: