Thursday, October 8, 2015

বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকার দেশগুলির পারফরম্যান্স, একঝলকে

কাশীনাথ ভট্টাচার্য

বিশ্বকাপে কোন দেশ কতগুলি করে ম্যাচ খেলেছে, অনেকেই জানেন। কিন্তু, বিশ্বকাপের বাছাইপর্বের হিসেব?
এখানে তুলে ধরা হল বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকার দেশগুলির পারফরম্যান্সের ছোট তালিকা। এই হিসেব ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্ব শেষে। ভারতীয় সময় ৮ অক্টোবর রাত পোহালেই খেলা শুরু। তার আগে চোখ বুলিয়ে নেওয়া, দশ-দেশের পারফরম্যান্সে, একঝলকে।

দেশ
ম্যাচ
জয়
ড্র
হার
স্বপক্ষে গোল
বিপক্ষে গোল
পয়েন্ট
উরুগুয়ে
১৩৬
৬০
৩৮
৩৮
১৮৬
১৪৪
২১৮
পারাগুয়ে
১৩৬
৫৯
২৭
৫০
১৮২
১৬৪
২০৪
কলম্বিয়া
১৩৪
৫০
৪০
৪৪
১৫৯
১৪০
১৯০
বলিভিয়া
১৩২
৩৫
২৭
৭০
১৬১
২৪৬
১৩২
পেরু
১২৯
৩৫
৩১
৬৩
১৩৫
১৮৫
১৩৬
চিলে
১২৮
৫৩
২৭
৪৮
১৯১
১৬৮‌
১৮৬
ইকুয়েদর
১২৫
৪১
৩১
৫৩
১৪৩
১৭৩
১৫৪
ভেনেজুয়েলা
১২২
২৩
১৯
৮০
১০১
২৭৯
৮৮
আর্জেন্তিনা
১১৮
৬৮
২৯
২১
২১৬
১১১
২৩৩
ব্রাজিল
৯২
৫৬
২৫
১১
১৯৯
৫৯
১৯৩

সবচেয়ে বেশি ম্যাচ – উরুগুয়ে, পারাগুয়ে (১৩৬)

সবচেয়ে কম ম্যাচ – ব্রাজিল (৯২)
সবচেয়ে বেশি জয় – আর্জেন্তিনা (৬৮)
সবচেয়ে বেশি হার – ভেনেজুয়েলা (৮০)
সবচেয়ে বেশি গোল দিয়েছে – আর্জেন্তিনা (২১৬)
সবচেয়ে বেশি গোল খেয়েছে – ভেনেজুয়েলা (২৭৯)
জয়ের শতাংশ সবচেয়ে বেশি – ব্রাজিল (৬০.৮৬)

ম্যাচ-প্রতি গোল দিয়েছে সবচেয়ে বেশি – ব্রাজিল (২.১৬)

No comments: