কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোর আগে যা অবস্থা এখন ---
গ্রুপ এ
চিলে - ৪, বলিভিয়া - ৪, মেহিকো - ২
চিলে - ৪, বলিভিয়া - ৪, মেহিকো - ২
গ্রুপ বি
আর্জেন্তিনা ৪, পারাগুয়ে ৪, উরুগুয়ে ৩
আর্জেন্তিনা ৪, পারাগুয়ে ৪, উরুগুয়ে ৩
গ্রুপ সি
পেরু ৩, ব্রাজিল ৩, ভেনেজুয়েলা ৩, কলম্বিয়া ৩
পেরু ৩, ব্রাজিল ৩, ভেনেজুয়েলা ৩, কলম্বিয়া ৩
সমস্যা হল, কোনও গ্রুপেরই শেষ দুটো ম্যাচ একই সময়ে খেলা হবে না।
মেহিকো-ইকুয়েদর আজ রাতে খেলার আড়াই ঘন্টা পর চিলে-বলিভিয়া।
একইভাবে, উরুগুয়ে-পারাগুয়ের আড়াই ঘন্টা পর আর্জেন্তিনা-জামাইকা
এবং, কলম্বিয়া-পেরুর আড়াই ঘন্টা পর ব্রাজিল-ভেনেজুয়েলা।
ঠিক নয়। না-চাইলেও আগের ম্যাচের ফল দেখে পরের ম্যাচের ফল ঠিক করে নেওয়ার সম্ভাবনা। এমন কেন হবে?
পরে অভিযোগ জানানোর চেয়ে একই সময়ে গ্রুপের শেষ ম্যাচগুলো ফেললেই তো ল্যাঠা চুকে যেত, তাই না?
আটাত্তরে আর্জেন্তিনা আর বিরাশিতে জার্মানি এই আগের ম্যাচের ফল দেখে নিজেদের মতো করে গ্রুপে নিজেদের শেষ খেলার ফল ‘ঠিকঠাক’ করে নিয়ে বিশ্বকাপের নকআউটে গিয়েছিল। শাস্তি দিতে পারেনি ফিফা, কিন্তু তারপর থেকে বিশ্বকাপে গ্রুপ লিগের শেষ ম্যাচগুলো একই সময়ে হয়। কোপার আয়োজকরা ভেবে দেখলে পারেন।
অন্তত, সামনের বার (২০১৯) ব্রাজিলে যেন না হয় এমন... smile emoticon
একইভাবে, উরুগুয়ে-পারাগুয়ের আড়াই ঘন্টা পর আর্জেন্তিনা-জামাইকা
এবং, কলম্বিয়া-পেরুর আড়াই ঘন্টা পর ব্রাজিল-ভেনেজুয়েলা।
ঠিক নয়। না-চাইলেও আগের ম্যাচের ফল দেখে পরের ম্যাচের ফল ঠিক করে নেওয়ার সম্ভাবনা। এমন কেন হবে?
পরে অভিযোগ জানানোর চেয়ে একই সময়ে গ্রুপের শেষ ম্যাচগুলো ফেললেই তো ল্যাঠা চুকে যেত, তাই না?
আটাত্তরে আর্জেন্তিনা আর বিরাশিতে জার্মানি এই আগের ম্যাচের ফল দেখে নিজেদের মতো করে গ্রুপে নিজেদের শেষ খেলার ফল ‘ঠিকঠাক’ করে নিয়ে বিশ্বকাপের নকআউটে গিয়েছিল। শাস্তি দিতে পারেনি ফিফা, কিন্তু তারপর থেকে বিশ্বকাপে গ্রুপ লিগের শেষ ম্যাচগুলো একই সময়ে হয়। কোপার আয়োজকরা ভেবে দেখলে পারেন।
অন্তত, সামনের বার (২০১৯) ব্রাজিলে যেন না হয় এমন... smile emoticon
No comments:
Post a Comment