বলা হচ্ছে, পেলে আজ পঁচাত্তর। ঠিক কি?
জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। অর্থাৎ, ৭৫ পূর্ণ করে আজ ছিয়াত্তরে পা দিলেন ফুটবল-সম্রাট। তবে, অনাবশ্যক বিতর্কে ঢুকে লাভ কী! আজকের দিন তো উৎসবের। লিখেই বা হবে কী? পেলে সম্পর্কে দুনিয়া জুড়ে এত লেখা, এত নামীদামি মানুষ বলেছেন, লিখেছেন। আলাদা করে লিখে প্রমাণেরও কিছু নেই।
গ্যালারির এই অংশে ধরে রাখা হয়েছে ‘সময়’! যখন পেলে খেলতেন, যেভাবে দর্শকাসন চিহ্নিত হত সানতোসের মাঠে, আজও ঠিক সেভাবেই রাখা আছে, সযত্ন |
![]() |
কালো গ্যালারিতে সাদা চেয়ার এমনভাবে সাজানো, ফুটে উঠেছে ক্লাবের নাম। ভারতে কবে আমরা দেখব এমন? |
আর হ্যাঁ, ধরে নিলাম না হয়, পেলে আজ ৭৫। বাঙালি বিরাট সম্মান দিতে পারে পেলেকে, আজ থেকে ‘স্যান্টোস’ বলাটা ছেড়ে দিয়ে। কালো মানিক-কে সাদাদের উচ্চারণে দেখবেন না, প্লিজ!
সানতোসের সেই মাঠ এখন ঠিক যে রকম |
No comments:
Post a Comment