Tuesday, April 26, 2016

রেয়াল মাদ্রিদ অনেক এগিয়ে, নিঃসন্দেহে



কাশীনাথ ভট্টাচার্য

ম্যাঞ্চেস্টার শহরের যে-দিকটা ‘লাল’, মেতে রয়েছে এফএ কাপ ফাইনাল নিয়ে। আর, শহরের যে দিকে ‘নীল’ রঙের প্রাধান্য, দেশের গণ্ডি ছাড়িয়ে তাকাতে চাইছে ইউরোপ মহাদেশের বৃহত্তর ছবিটার দিকে!

কিছু দিন আগেও ছবিটা ঠিক উল্টো ছিল ম্যাঞ্চেস্টারের দুই ক্লাবে। সময় বদলেছে, পাল্টেছে দুই দল, পরিবর্তন এসেছে দুই ক্লাবের সাফল্যের লেখচিত্রে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এখন চ্যাম্পিয়ন্স লিগের ছাড়পত্র জোগাড় করতেই হিমশিম। শহর-শত্রু ম্যাঞ্চেস্টার সিটি দৌড়চ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার স্বপ্ন বুকে নিয়ে!

সেই স্বপ্ন আর সান সিরোয় ফাইনালের মাঝে আপাতত এবারের চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ফেভারিট ক্রিস্তিয়ানো রোনালদোর রেয়াল মাদ্রিদ। নিজে যখন ‘লাল’ দলে ছিলেন, রোনালদো বহুবার এসেছেন খেলতে, ‘নীল’ দিকে। অধিকাংশ সময়ই জিততেন। শুধু, ভুলে যাওয়ার মতো দুটি ঘটনা ছিল তাঁর, নীল-দিকে এসে। ২০০৪ আর ২০০৮, দু-বার দেখেছিলেন লাল কার্ড। কিন্তু পর্তুগিজ তারকা এখন আরও পরিণত। জানেন, বছর শেষে ফিফার বালন দি’ওর মঞ্চে উঠতে শুধু নয়, হাতে ট্রফি তুলতে গেলে, লক্ষ্য স্থির রাখতে হবে আগামী তিন ম্যাচে (দুটি সেমিফাইনাল ও ফাইনাল) জয়ের দিকেই!

সিটির স্বপ্ন-দেখানো তারকার অতীত-ইতিহাস অবশ্য বেশ খারাপ। সের্খিও আগেরো আগে ছিলেন আতলেতিকো মাদ্রিদে। যতবার খেলেছিলেন রেয়াল মাদ্রিদের বিরুদ্ধে, একবারও জেতেননি! তিন বছর আগে যখন একই গ্রুপে ছিল রেয়াল আর ম্যান সিটি, ঘরের মাঠে ১-১ রেখেছিল রোবের্তো মানচিনির সিটি। কিন্তু, বের্নাবেউ-তে গিয়ে হারতে হয়েছিল ১-৪। আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের আশা, এবারও তেমনই হবে। হয়ত, এতিহাদে এসেও গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে জয় তুলে নিয়েই ফিরবেন জিনেদিন জিদান। বেলজিয়ামের কেভিন দে ব্রুইন-কে নিয়ে যদিও সামান্য চিন্তা থাকবেই। তরুণ প্রতিভা যতবার খেলেছেন সিটির হয়ে, নিরাশ করেননি।


ঘরের মাঠে সিটির সম্ভাব্য হারের পেছনে কারণ হিসাবে উঠে আসছে দুর্বল রক্ষণ। কোম্পানির চোট, মাঝমাঠে ইয়াইয়া তোরেও নেই। বিবিসি বা বেনজেমা-বেল-ক্রিস্তিয়ানোর ঝড় সামলাতে কি ওতামেন্দি-মঙ্গলার ডিপ ডিফেন্স তৈরি? প্রিমিয়ার লিগের দলের আক্রমণ আর রেয়াল মাদ্রিদের আক্রমণে তফাৎ প্রচুর। দক্ষিণ আমেরিকার দুই দলের এমন কিছু ফুটবলার মানু্য়েল পেয়েগ্রিনির দলে, বড় আসরে যাঁরা কিছুই জেতেননি। শুনতে খারাপ হলেও তা সত্যি, আগেরো-ওতামেন্দির আর্জেন্তিনা বা ফের্নান্দো-ফের্নান্দিনিওর ব্রাজিলের ক্ষেত্রে। ফুটবলারদের ‘জাত’ নিয়ে বিচারে বসলে রেয়াল মাদ্রিদ অনেকটাই এগিয়ে, নিঃসন্দেহে।

তবুও, ফুটবল মানে খাতা-কলমের বিচার নয়। সেই দিন, নির্ধারিত ৯০ মিনিট, কারা কেমন ছন্দে, ঠিক করে দেয় ফল। পেয়েগ্রেনির যেমন মনে হচ্ছে, রোনালদোকে আটকানো সম্ভব। তিনি তখন রেয়ালে, রোনালদোকে আনা হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে। ‘একা রোনালদোকে নিয়ে ভাবলে তো আর চলবে না। বাকিদেরও দেখতে হবে। আমাদের সুবিধে, দলটা ছন্দে আছে। প্রিমিয়ার লিগে শেষ পাঁচ ম্যাচে চারটি জিতেছি, চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি-র মতো দলকে হারিয়ে উঠে এসেছি সেমিফাইনালে। বড় দল মানে ঘরোয়া লিগের পাশাপাশি ইউরোপের নকআউটেও শেষ দিক পর্যন্ত টিকে থাকা। সিটি প্রথম খেলবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। জিততে পারলে তো নতুন ইতিহাস!’

সবচেয়ে বেশি ২৭ বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে-ওঠা রেয়াল মাদ্রিদও তো নতুন ছন্দে, কোচের আসনে জিদানকে পেয়ে! শেষ দশটা ম্যাচে হার বলতে একমাত্র উলফসবুর্গের কাছে, অ্যাওয়ে ম্যাচে। সেই ০-২ ব্যবধানও নিজেদের মাঠে রোনালদোর হ্যাটট্রিকে পেরিয়ে প্রথম চারে। হ্যাঁ, শেষ ছ’বছর ধরেই রোনালদোরা সেমিফাইনালে এলেও জিতেছিলেন একবার, তথ্য হিসাবে যা খুব স্বস্তি দিচ্ছে না হয়ত। জিদান অবশ্য খুশি অন্য কারণে। ‘কঠিন ম্যাচ হবে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল মানেই কঠিন। শুধু ভাল লাগছে ভাবতে যে, দ্বিতীয় পর্ব আমরা খেলব নিজেদের মাঠে। তাই ইতিবাচক থাকতে বলেছি সবাইকে। সহজ ম্যাচ? উলফসবুর্গ ম্যাচের আগেও একই কথা বলা হয়েছিল, ফলটা আশা করি মনে আছে সবার!’ ঠিক, কিন্তু, ১৮০ মিনিট মিলিয়ে রেয়াল বিদায় নিচ্ছে, এই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে না!



১০ ম্যাচে ১৬ গোল, আর একটা করলে ইউরোপে এক মরশুমে নিজের রেকর্ড ছুঁয়ে ফেলার সুযোগ। আজ এতিহাদে পারলে আরও একটু এগিয়েই যেতে চাইবেন রোনালদো!

Friday, April 22, 2016

গারদিওলা-এনরিকে-সিমিওনে-জিদানদের ভিড়ে ক্রমশ অপ্রাসঙ্গিক মোরিনিও-বেনিতেজ





ভাল ফুটবলার হলে ভাল কোচ হওয়া যায় না? ইংরেজি মিডিয়াশ্রিত এই ভাবনায় সওয়ার হবেন না প্লিজ, লিখলেন

কাশীনাথ ভট্টাচার্য


জিনেদিন জিদানের রেয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের কোচ পেপ গারদিওলা, আতলেতিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে, ম্যাঞ্চেস্টার সিটির দায়িত্বে মানুয়েল পেয়েগ্রিনি। যথাক্রমে ফ্রান্স, স্পেন, আর্জেন্তিনা ও চিলির চার ফুটবলার, যাঁদের মধ্যে পেয়েগ্রিনি ছাড়া প্রত্যেকেই জাতীয় দলের অধিনায়ক ছিলেন! এই চার দলই আছে এবার চ্যাম্পিয়ন্স লিগের খেতাবি দৌড়ে।

ফুটবলে প্রচলিত কথা, ফুটবলার হিসাবে যত বড়ই হোন না কেন, কোচ হিসাবে তত বড় হওয়া নাকি সম্ভব নয়!

আমাদের ভারতে এর ব্যতিক্রম দেখিয়েছেন প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় ওরফে পিকে ব্যানার্জি। পরে তাঁর দুই ছাত্র সুভাষ ভৌমিক এবং সুব্রত ভট্টাচার্য। আন্তর্জাতিক আসরে তো ছড়াছড়ি। মারিও জাগাও (Zagallo) ছিলেন। ১৯৫৮ এবং ১৯৬২ বিশ্বকাপ জিতেছিলেন ফুটবলার হিসাবে। ১৯৭০ সালে কোচ হয়ে। পরে আবার ১৯৯৪ সালেও ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলে ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে। ফুটবলার হিসাবে দুবার বিশ্বকাপ জয়ের পর কোচ এবং টিডি হিসাবে আরও দুবার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব আর কারও নেই! ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও ফুটবলার হিসাবে ১৯৭৪ সালে বিশ্বজয়ের পর ম্যানেজার হিসাবে বিশ্বজয় করেছিলেন ১৯৯০ সালে। যাঁরা ফুটবলার হিসাবে তত বড় নন, বিশ্বকাপে খেলারই সুযোগ পাবেন না, নিশ্চিত। তাই তাঁদের পক্ষে এমন রেকর্ড নিয়ে ভাবাই অর্থহীন!
মারিও জাগাও


গোড়ায় গলদ এমন ভাবনার যা বলে, ভাল ছাত্র হলে ভাল শিক্ষক হওয়া যায় না! প্রধানত ইংরেজ মিডিয়ার সৌজন্যে এমন এক ভাবনা প্রচলিত, মধ্যচিত্ততাকে মহান হিসাবে তুলে ধরতে চাওয়ার কারণে। প্রতিভাবানরা পরিশ্রমবিমুখ, এমন প্রচার তাঁরা এখনও চালিয়ে যাচ্ছেন। পেশাগত দিক দিয়ে কোচিং পরিশ্রমসাপেক্ষ বলা হয়। যেন ফুটবল খেলাটা পরিশ্রমসাপেক্ষে নয়! তাদের এই ভাবনার সমর্থনে কিছু উদাহরণও পাওয়া গিয়েছে। পেলে সেভাবে কখনও আসেননি প্রশিক্ষণে। যেমন আমাদের ভারতে আসেননি চুনী গোস্বামীও। কিংবা, কোচ হিসাবে কাজ করতে এসে যারপরনাই ব্যর্থ দিয়েগো মারাদোনা। কিন্তু, তার মানে কি এই যে, সর্বোচ্চ স্তরের ফুটবলাররা কোচিংয়ে এলেই ব্যর্থ হবেন? জোহান ক্রুয়েফের চেয়ে বড় কোচ আর কে, যিনি ফুটবলার হিসাবে কোচ রাইনাস মিশেলের হাতে পড়ে ফুটবলকে বদলে দিয়েছিলেন, আবার কোচ হিসাবে নিজে এতজন ফুটবলারকে প্রভাবিত করেছেন যে, পাল্টে গিয়েছে আধুনিক ফুটবলের সংজ্ঞাই? ফুটবল ইতিহাসে তিনি তো অনন্য, একা!

আর এই ভাবনাকে গতি দিয়েছিল সাম্প্রতিক অতীতে দুই ব্যর্থ ফুটবলারের কোচ হিসাবে ইংরেজ ফুটবলে আশাতীত সাফল্য। ২০০৪-০৫ মরসুমে দুজনেই এসেছিলেন ইংল্যান্ডে। হোসে মোরিনিওকে এনেছিল চেলসি, রাফায়েল বেনিতেজকে লিভারপুল। ২০০৩-০৪, এফসি পোর্তো জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ, মোরিনিওর প্রশিক্ষণে। আবার বেনিতেজের লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ জেতে ২০০৪-০৫। পরপর দু-বছর এই দুই মধ্যচিত্ত কোচের জয় যেন জোয়ার এনে দিয়েছিল মধ্যবিত্ত ভাবনায়। ইংরেজি মিডিয়াজুড়ে প্রশস্তি। মোরিনিও চেলসিতে এসে সেরা দল তৈরি করেও চ্যাম্পিয়ন্স লিগ আনতে পারলেন না, বেনিতেজ যেমন আনতে পারেননি ইপিএল খেতাবও। কিন্তু তাঁদের প্রশিক্ষণ-ভাবনা, যা প্রধানত রক্ষণ নিয়ে আরও, আরও এবং আরও বেশি ভাবতে বাধ্য করায়, উঠে এসেছিল সাফল্যের প্রধান কারণ হিসাবে। আর রক্ষণাত্মক ভাবনার সুবিধা, দলে মোটামুটি মানের ফুটবলারের আধিক্য হলে ভাল হয়। সর্বোচ্চ স্তরের ফুটবলারদের নিয়ে কাজ করার ঝামেলা অনেক। তাঁরা উৎকর্ষ খুঁজবেন, মধ্যচিত্ততা খুঁজবে সাফল্য। মোরিনিও পেলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে, বেনিতেজের হাতে স্টিভেন জেরার্ড। দুজনেই আদ্যন্ত কোচ-নির্ভর ফুটবলার’, মানে কোচ যা বলবেন অক্ষরে অক্ষরে পালন করার মতো শৃঙ্খলাবদ্ধ পারফরমার। ইংরেজ সংবাদমাধ্যম উদ্বাহু, স্বাভাবিক! তাঁদের দেখাদেখি ভারতের ইংরেজি-শিক্ষিতরাও। প্রচলিত শুধু নয়, জনপ্রিয় হয়ে উঠল ‘আক্রমণ ম্যাচ জেতায়, রক্ষণ জেতায় ট্রফি।’ গত একযুগ ধরে বার্সেলোনা তা হলে গোটা ২০ ট্রফি জিতল কি পিকে-আলভেস-মাসচেরানোর জন্য - মেনে নিতে হবে?

যা হওয়ার ছিল, হলও। এই সুসংগঠিত প্রচারের ঝড় আস্তে আস্তে গতি হারাতে শুরু করল। মোরিনিওর মালিক ইউরোপে সাফল্য না পেয়ে আর এত পয়সা খরচ করেও নিজের দলকে বার্সেলোনার মতো খেলতে দেখতে না-পেয়ে তাড়ালেন তাঁকে। বেনিতেজ আবারও উঠেছিলেন ইউরোপের ফাইনালে, কিন্তু এসি মিলান তাঁকে দ্বিতীয়বার ভুল করে সুযোগ দেয়নি মহৎহয়ে ওঠার, যে-সুযোগটা বার্সেলোনা দিয়েছিল মোরিনিওকে। তাতে অবশ্য সুবিধাই হল। রেয়াল মাদ্রিদ ডেকে নিল জামাই আদরে মোরিনিওকে। তারপর  প্রকাশ্যে এল তাঁর তারকা সামলানোর ব্যর্থতা এবং দুর্দান্ত দল হাতে পেয়েও আক্রমণাত্মক হতে না-চাওয়ার চূড়ান্ত মধ্যবিত্ত ভাবনা। রেয়ালও রাখল না দায়িত্বে। বেনিতেজকে এনেও একই ভাবে সরিয়ে দেওয়া হল, প্রত্যাশিত মানের ফুটবল না-পেয়ে। স্পেন সাফল্যখোঁজে যেমন, একই সঙ্গে খোঁজে মান। কুৎসিত ফুটবল খেলে সাফল্য আনার যে-রাস্তায় হাঁটতেন মোরিনিও-বেনিতেজ, রেয়াল মাদ্রিদ তাঁদের দুজনকেই বাতিল করে বুঝিয়ে দিয়েছে, ভাল ফুটবল খেলে সাফল্য আনার রাস্তাতেই দলকে রেখে দিতে চায় ক্লাব কর্তৃপক্ষ।

মোরিনিওর খুব আশা ছিল, অ্যালেক্স ফার্গুসন চলে যাওয়ার পর তাঁকে জামাই আদরে ডেকে নেবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু ফার্গুসন তাঁকে মনোনীত করে যাননি। বাধ্য হয়ে চেলসিতে আবার। আরও একটা প্রিমিযার লিগ এলেও খেলার ধরনে কোনও পরিবর্তন আসেনিযেমন আসেনি তারকাদের ঠিকঠাক ব্যবহার করার ক্ষেত্রে ব্যর্থতায়। আবার বিদায়। তারপর থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যাওয়ার ইচ্ছে প্রকাশ করতে কখনও দ্বিধা করেননি যেমন, ইংরেজ মিডিয়াও রোজই লিখে গিয়েছে এবং যাচ্ছে যে, এই মোরিনিও ইউনাইটেডে এলেন বলে। এই লেখার দিন পর্যন্ত যদিও তেমন কোনও নিশ্চয়তার কথা সরকারিভাবে শোনা যায়নি। বেনিতেজকেও রেয়াল ছুড়ে ফেলার পর আসতে হয়েছে সেই অগতির গতি ইংল্যান্ডেই, নিউক্যাসল ইউনাইটেডে, যারা এখন অবনমন বাঁচাতে লড়ছে।

মোরিনিও-বেনিতেজদের বাজারদর যখন ক্রমশ নেমেছে, উঠে এসেছেন একঝাঁক সর্বোচ্চ মানের ফুটবলার, কোচের আসনে, তাঁদের আক্রমণাত্মক দর্শন নিয়ে। এখানেও পথপ্রদর্শক ছিল বার্সেলোনাই। ফ্র্যাঙ্ক রাইকার্ড ফুটবলার হিসাবে সর্বোচ্চ স্তরের। তাঁর হাত ধরেই বার্সেলোনার উত্থান শুরু হয়েছিল। তারপর, এক মরসুমে যখন ব্যর্থ, মোরিনিও তখনও চেষ্টা করেছিলেন বার্সেলোনার ম্যানেজারি পাওয়ার। একেবারে এখনকার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতোই। বার্সেলোনা-কর্তৃপক্ষ মানেনি। নিজেদের দর্শনধরে রাখতে বার্সেলোনা বিদল থেকে তুলে এনেছিল গারদিওলাকে। চার বছরে ১৪ ট্রফি দিয়ে গারদিওলা বিদায় নিয়েছিলেন যখন, বার্সেলোনাকে অন্য গ্রহের দল আখ্যা দিয়ে দিয়েছিল ফুটবল বিশ্ব। লিওনেল মেসি উঠে এসেছিলেন এই গ্রহের সন্দেহাতীত সেরা ফুটবলার হয়ে। এক বছর বিশ্রাম নিয়ে বায়ার্ন মিউনিখে যান গারদিওলা। এবার তাঁর তৃতীয় বছর, জার্মান লিগ তৃতীয় বার জিততে চলেছে বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে। ইউরোপীয় ক্লাব ফুটবলে সাত মরসুম থেকে সাতবারই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলেছেন গারদিওলা, অভূতপূর্ব সাফল্য বললেও কম! উঠেছেন জার্মান কাপের ফাইনালেও। ত্রিমুকুটের সন্ধানে ঠিক রাস্তায় এবং ঠিক হাতেই আছে বায়ার্ন।

যদিও এই মরসুমের শেষেই বায়ার্ন ছাড়বেন গারদিওলা। যিনি আসবেন, প্রাক্তন ফুটবলার এবং তিন-তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন কোচ হিসাবে কার্লো আনসেলোত্তি। এসি মিলানের একটি রেকর্ড এখনও অটুট। শেষ ক্লাব হিসাবে তারা পরপর দুবার ইউরোপ-সেরা হয়েছিল ১৯৮৯ ও ১৯৯০ সালে। সেই মিলানে গুলিত-বাস্তেন-রাইকার্ড ডাচ ত্রয়ীর সঙ্গে ইতালীয় সতীর্থ বারেসি-মালদিনিদের পাশেই খেলতেন আনসেলোত্তি। ফুটবলার হিসাবে তাঁর যোগ্যতা প্রশ্নাতীত। রেয়ালকে দশম চ্যাম্পিয়ন্স লিগ খেতাব এনে দেওয়ার পরও লা লিগা জেতাতে না-পারায় তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। বড় ভুল নিঃসন্দেহে। এক মরসুম বিশ্রাম নিয়ে তিনি ফিরবেন বায়ার্নে, জার্মান চ্যাম্পিয়নরা নিশ্চিন্ত!
জিদান, আনসেলোত্তি


ফ্রান্সে ভাল কাজ করছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন লরাঁ ব্লাঁ। ১৯৯৮ বিশ্বজয়ী ফ্রান্স দলের সদস্য, ক্রুয়েফের স্বপ্নের বার্সেলোনারও। প্যারিস সাঁ জাঁ-র দায়িত্ব নিয়েছিলেন ২০১৩ সালে। পরপর চারবার ফরাসি লিগ জিতেছে দল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে হারলেন আবার, সঙ্গে সঙ্গেই ইংরেজ প্রচারমাধ্যম মোরিনিওর নাম তুলে আনল বাজারে! কিন্তু, ব্লাঁ-কে সরানোর কোনও ভাবনা নেই আপাতত, বলেছে পিএসজি। আক্রমণাত্মক ফুটবলের আদর্শে অনুপ্রাণিত। দলে দক্ষিণ আমেরিকার ফুটবলারদের প্রাধান্য, খেলাতেও রক্ষণকে অতিমাত্রায় গুরুত্ব দেওয়ার কোনও প্রশ্নই নেই। থাকলে দাভিদ লুইজকে দলে রাখতেন না, নিশ্চিত!

লুইস এনরিকে তো বার্সেলোনায় এসে আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন যেন! মেসির সঙ্গে জুড়ে দিয়েছেন দক্ষিণ আমেরিকার আরও দুই দেশের দুই ফলা, ব্রাজিলের নেইমার ও উরুগুয়ের লুইস সুয়ারেজকে। বার্সেলোনা হয়ে উঠেছিল প্রায় অপ্রতিরোধ্য। টানা ৩৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড করে হারে শেষে জিদানের রেয়ালের কাছে। ত্রিমুকুটের স্বপ্ন চুরমার হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে সিমিওনের আতলেতিকোর কাছে হেরে। লা লিগাতেও টানা তিনটি ম্যাচ হারার পর গেল-গেল রব উঠেছিল। তবু, দেপোর্তিভোকে আট গোল দিয়ে এখনও শীর্ষে, যদিও পয়েন্টের বিচারে আতলেতিকোর সঙ্গে সমান ও রেয়াল থেকে মাত্রই এক পয়েন্টে এগিয়ে। বার্সেলোনায় আসার পর ১১৭ ম্যাচে ৯১ জয়, মাত্র ১৩ হার এনরিকের এমন রেকর্ড গারদিওলার প্রথম দুবছরের চেয়েও ভাল। হ্যাঁ, এনরিকেও খেলেছিলেন বার্সেলোনায়, গারদিওলা-ব্লাঁ-ফিগোর সঙ্গে। সেই দলেই ছিলেন হুলেন লোপেতেগি, এখন যিনি এফসি পোর্তোর কোচ এবং বেশ ভাল কাজই করছেন।
দিয়েগো সিমিওনে


একেবারে হালে রেয়ালের দায়িত্ব নিয়েছেন জিনেদিন জিদানও। ফুটবলার হিসাবে ঠিক কোন স্তরের ছিলেন জিদান, আলাদা করে আলোচনা অর্থহীন! এবং বেনিতেজকে সরিয়ে তাঁকে আনার পেছনে রেয়াল কর্তৃপক্ষের ভাবনাও অনেকটা গারদিওলাকে আনার সময় বার্সেলোনার ভাবনার মতোই। এমন একজন যিনি ক্লাবটাকে চেনেন, জানেন খুব ভাল করে, খেলাতে চান সেই আক্রমণাত্মক ফুটবলের সহজাত ছন্দ ধরে রেখে। তা ছাড়া, আনসেলোত্তির সঙ্গে সহকারী হিসাবে কাজ করে হাত পাকিয়েছিলেন জিদান। এই মুহূর্তে দুটি ট্রফির দৌড়ে আছে রেয়াল – লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপে জিততে পারলে নিশ্চিতভাবেই অন্য উচ্চতায় পৌঁছবেন জিদান এবং সে-সম্ভাবনা উড়িয়েও দেওয়া যাচ্ছে না। অন্তত ফাইনালে না-উঠলে তো অঘটনই! রোনালদোরা ম্যাঞ্চেস্টার সিটিকে হারাতে পারবেন না, ভাবা কঠিন।

জিদানের আর এক সতীর্থ ক্লদ ম্যাকেলেলেও এসেছেন ক্লাব কোচিংয়ে। যেমন, জিদানদের অধিনায়ক দিদিয়ের দেশঁ ২০১২ থেকে আছেন ফ্রান্সের দায়িত্বে। ১৯৯৮-এ ফুটবলার হিসাবে নিজের দেশে বিশ্বকাপ জেতানোর পর এবার নিজের দেশে ইউরো জেতানোর লক্ষ্য দেশঁর, কোচ হিসাবে! এসি মিলানের দুই প্রাক্তন ক্লারেন্স সিডর্ফ ও ফিলিপো ইনজাঘিও বসছেন বেঞ্চে, বাড়তি দায়িত্ব নিয়ে। রায়ান গিগসকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বেঞ্চে লুই ফন হালের পাশেও দেখা যাচ্ছে নিয়মিত।


গারদিওলা-এনরিকে-সিমিওনে-জিদানদের ভিড়ে তাই ক্রমশ অপ্রাসঙ্গিক মোরিনিও-বেনিতেজ। আর, সেরা ফুটবলারদের এভাবে কোচিংয়ে নিয়মিত হয়ে ওঠাটাই হয়ত এই মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক!

Friday, April 15, 2016

‘মেসিলোনা’-র ত্রিমুকুটের স্বপ্ন চুরমার !


কাশীনাথ ভট্টাচার্য

ফিফা-ভাইরাস, চ্যাম্পিয়ন্স লিগের অভিশাপ, ক্লান্তি। কারণ তবুও এর কোনওটাই নয়! বার্সেলোনার ত্রিমুকুট জেতার স্বপ্ন চুরমার হল ভিসেন্তে কালদেরনে, নিজেদের জন্যই। এত খারাপ খেললে চ্যাম্পিয়ন্স লিগ জেতার অধিকার থাকে না, সহজ সত্য!

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বাকি দুই দল হিসাবে গেল আতলেতিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। ২-০ জিতল আতলেতিকো, গ্রিজমানের জোড়া গোলে। বায়ার্নকে (২-২) টেনে নিয়ে গেল ভিদাল ও মুলারের গোল। ঘরের মাঠে ১-০ জয়ই ব্যবধান হয়ে থাকল। পেপ গারদিওলার কোচ হিসাবে চ্যাম্পিয়ন্স লিগে সপ্তম মরসুম। সাতবারই তাঁর দল সেমিফাইনালে খেলেছে। অনন্য রেকর্ড বললেও কম!


য্খন রেয়াল মাদ্রিদের দরকার ছিল, হ্যাটট্রিক করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। যখন বার্সেলোনা তাকিয়েছিল লিওনেল মেসির দিকে, গোলে একটা শটও রাখতে পারলেন না বিশ্বের সেরা ফুটবলার! এমনকি, শেষ মিনিটে যখন রেফারি নিকোলা রিজোলির ভুল সিদ্ধান্তে পেনাল্টি না-পেয়ে ফ্রি কিক পেয়েছিল বার্সেলোনা, মেসি সেই শটটাও মারলেই বাইরে। চাপের সময় ওখান থেকে গোল করতে পারলেও অতিরিক্ত সময়ে গড়াত খেলা। পারেননি। ঠিক যেমন পারেননি অনুরূপ পরিস্থিতিতে ২০১৪ বিশ্বকাপ ফাইনালেও ফ্রি কিক থেকে গোলে রাখতে। ৪৫২ মিনিট তিনি গোলহীন, ‘মেসিলোনাও ছন্দহীন!

মেসির নায়ক হওয়ার মঞ্চে নায়ক হয়ে গেলেন আর এক আর্জেন্তিনীয় দিয়েগো সিমিওনে। বার্সেলোনাকে দুবার হারালেন তিনি ১৭-ম্যাচে। দুবারই চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে। বার্সেলোনা গত আট বছরে এই দুবারই সেমিফাইনালের আগে থামল। আতলেতিকো মাদ্রিদের রক্ষণাত্মক রেকর্ড ঈর্ষণীয়। মরসুমে ৪৫ ম্যাচের মধ্যে ২৮ ম্যাচে কোনও গোল খায়নি! লুইস এনরিকে আগে সাতবারই হারিয়েছিলেন। একবার জিতলেন সিমিওনে। মোক্ষম সময়ে!

গ্রিজমানের দুটো গোল, দুই অর্ধে। প্রথমবার সাউলের সেন্টারে মাথা ছুঁইয়ে, দ্বিতীয়টা পেনাল্টি থেকে। সেই পেনাল্টি যা আতলেতিকো পেয়েছিল বক্সের মধ্যে বার্সেলোনা-অধিনায়ক ইনিয়েস্তা বাঁহাত দিয়ে বল আটকানোয়। নিশ্চিত লাল কার্ড। রেফারি রিজোলি কেন হলুদ দেখিয়েছিলেন, বলা কঠিন। তাঁর রেফারিং নিয়ে প্রচুর প্রশ্ন এমনিতেও, সব সময়। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে তিনিই ম্যানুয়েল নয়ারকে লাল কার্ড দেখাননি, গোনজালো ইগাইনের ঘাড়ে চেপে গালে ঘুষি মারার পরও! এখানে ইনিয়েস্তাকে তখন লাল কার্ড দেখালে খেলার শেষ মিনিটে যে-পেনাল্টি না-পাওয়ার জন্য বার্সেলোনা আপসোস করছে, প্রশ্নটাই উঠত না! ইনিয়েস্তার শটই তো বক্সের মধ্যে হাতে লাগিয়েছিলেন তখন আতলেতি-অধিনায়ক গাবি!

সিমিওনে উচ্ছ্বসিত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ফুটবলারদের। এই দলটা অন্যরকম। সবাই বিশ্বাস করে, পারবে। পেরেই দেখাল। লড়াই ওদের রক্তে। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেল। হারজিত থাকে, থাকবেও। কিন্তু, সমাজ যখন আদর্শহীন হয়ে পড়ছে ক্রমশ, আমাদের দল দেখিয়ে যাচ্ছে, আদর্শের জন্য সব কিছু করা সম্ভব। কখনও বিশ্বাস হারায়নি।এনরিকে-র কাছে জানতে চাওয়া হয়েছিল, পেনাল্টির সিদ্ধান্ত ঠিকঠাক দিলেই কি বার্সেলোনা এগিয়ে যেতে পারত? গত মরসুমে পাঁচ-ট্রফি পাওয়া কোচ পরিষ্কার বলেছেন, ‘দেখতে পাইনি ঠিক করে। পেনাল্টি ছিল? হতে পারে! কিন্তু, আতলেতিকো যোগ্য দল হিসাবে জিতেছে, ওদের অভিনন্দন জানানোই কর্তব্য, সেটাই করছি। ভাল খেলতে পারিনি, পারছি না কয়েকটা ম্যাচে। ৯৯ দশমিক নয় নয় শতাংশও নয়, একশো শতাংশ দোষই আমার। হাতে এখনও দুটো ট্রফির জন্য লড়াই রয়েছে। ঘুরে দাঁড়াতেই হবে।

সেমিফাইনালের চার দলকে বিশ্লেষণ করেছেন গারদিওলা। ম্যাঞ্চেস্টার নতুন ইতিহাস লিখতে চাইছে, রেয়াল মাদ্রিদ বরাবরের মতোই তৈরি, আর আতলেতিকোর মানসিকতার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। তাই, কাদের বিরুদ্ধে খেলতে হবে নিয়ে মাথা ঘামানো অর্থহীন। লটারিতে যাদের বিরুদ্ধে নাম উঠবে, প্রস্তুতি নিতে হবে সেই দিকে তাকিয়েই।প্রসঙ্গত, সেমিফাইনালের লটারি আজ শুক্রবার, ভারতীয় সময় বিকেল তিনটেয়, সুইৎজারল্যান্ডের নিয়ঁ-তে। আর হ্যাঁ, ম্যাঞ্চেস্টার সিটির নাম যদি ওঠে বায়ার্নের বিরুদ্ধে, ‘গারদিওলা-বর্তমানদলের বিরুদ্ধে খেলা পড়বে গারদিওলা-ভবিষ্যৎদলের!

ফুটবল নিষ্ঠুর খেলা, গারদিওলা বারবার বলেন। বার্সেলোনা তার চরম নিদর্শন। ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে যাওয়ার আগে লিগে ১২ পয়েন্টে এগিয়ে, কোপা দেল রে ফাইনালে পৌঁছে গিয়েছে, যে কোনও দলকে স্রেফ উড়িয়ে দিচ্ছে এম-এস-এন ত্রয়ী। বাছাইপর্ব থেকে ফেরার পরের চার ম্যাচে জয় মাত্র একটি, বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে, লা লিগায় ব্যবধান কমে এসেছে তিনে। এখন তো প্রশ্ন, লা লিগাতেও কি খেতাব ধরে রাখতে পারবে এই ছন্নছাড়া মেসিলোনা’?


রোনালদোর দুরন্ত হ্যাটট্রিক...


কাশীনাথ ভট্টাচার্য

রেমোন্তাদা, রোনালদো - বের্নাবেউ নাচল-গাইল এই দুই শব্দে! জব্দ করল উল্ফসবুর্গকে, পৌঁছল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে টানা ছ'বার, রোনালদোর হ্যাটট্রিকে। মঙ্গল-রাতে অন্য ম্যাচে এতিহাদে ইতিহাস লিখল ম্যাঞ্চেস্টার সিটি, প্রথমবার ইউরোপে সেমিফাইনালে উঠে, কেভিন ডে ব্রুইনের গোলে জিতে।

রেমোন্তাদা স্পেনীয় শব্দ। অর্থ, ফিরে আসা। এমন পরিস্থিতি থেকে, যেখান থেকে ফেরা বেশ কঠিন। যেমন ছিল রেয়ালের। ০-২ পিছিয়ে, তিনগোলের ব্যবধানে জিততে হবে। পরিস্থিতি কঠিন হলে যাঁরা সহজে কাজের কাজ করে ফেলতে পারেন, জিনিয়াস তো তাঁরাই। নিজেকে অনন্য উচ্চতায় তুলে ফেললেন ক্রিস্তিয়ানো রোনালদো। এক মরসুমে তিন-তিনটি হ্যাটট্রিক, তা-ও চ্যাম্পিয়ন্স লিগে! এবার দশ ম্যাচে ১৬ গোল! চ্যাম্পিয়ন্স লিগে মোট ৯৩ গোল। আর নিজের ২০১৩-১৪ মরসুমের সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ড ভাঙার জন্য আরও দু'ম্যাচ হাতে!


'রেকর্ড ভাঙা নিয়ে ভাবতে ভালই লাগে। কিন্তু তার চেয়েও বড়, দলের যা প্রয়োজন, করতে পারা। পিছিয়ে থেকেও আমাদের খেলায় শুরু থেকেই ছিল জেতার তীব্র তাগিদ। শুরুতেই দুটো গোল পেয়ে যাওয়ায় প্রাথমিক চাপটা কমে গিয়েছিল।দু-পর্ব মিলিয়ে যোগ্যতর দল হিসাবে আমরাই সেমিফাইনালে', বলেছেন বের্নাবেউ-এর নায়ক। দিলেন নিজের ক্লাবকে 'উনদেসিমা' বা এগার বার ইউরোপে সর্বোচ্চ প্রতিযোগিতা জেতার নতুন লক্ষ্যে এগিয়ে চলার প্রয়োজনীয় আত্মবিশ্বাস!

প্রথম গোল ১৬ মিনিটে। ডানদিক থেকে উঠে এসে কার্ভাহালের নিচু সেন্টার। উলফসবুর্গের ব্রাজিলীয় ডিফেন্ডার দাঁড়িয়ে দেখলেন, যেতে দিলেন বলটা। দূর থেকে ফলোকরে এসে রোনালদো বিনা বাধায় পা ছুঁইয়ে গেলেন। তার ৯০ সেকেন্ডের মধ্যেই ২-২। এবার কর্নারে সবার মাথা ছাড়িয়ে উঠে হেডে। হ্যাটট্রিকের গোল ফ্রি-কিক থেকে। সামনে মানবপ্রাচীরে ফাটল! সেখান দিয়ে গলে গেল, এল রেয়ালের সেমিফাইনালে ওঠার ছাড়পত্র। তবে, যে-ফাউলের কারণে ওই গোল, ফাউল ছিল কি? মোদরিচের পা থেকে নিখুঁত ট্যাকলে বল কেড়ে নেওয়া হয়েছিল। মোদরিচ পড়ে যান, রেফারি ফাউলের নির্দেশ দেন। কিন্তু, এমন অসম্ভবকে সম্ভব করার রাতে এইসব ছোটখাটো ভুল নিয়ে কে আর মাথা ঘামাবে!

ম্যাঞ্চেস্টার সিটির সুবিধা ছিল, অ্যাওয়ে ম্যাচ থেকে ২-২ নিয়ে ফিরেছিলেন আগেরোরা। ঘরের মাঠে আরও আগেই এগিয়ে যেতে পারত সিটি। কিন্তু আগেরো পেনাল্টি থেকে গোল করতে পারেননি। ঠিক যেমনভাবে ইব্রাহিমোভিচ মিস করেছিলেন নিজেদের মাঠে, তার থেকেও খারাপ শট নিয়েছিলেন আগেরো। বল বাইরে। তাতে ক্ষতি ছিল না, অন্তত যতক্ষণ পিএসজি গোল না-পাচ্ছে। ইব্রা, দিমারিয়া, কাভানিদের দরকার ছিল জয়, এক গোলে হলেও। ইব্রার প্রচুর খ্যাতি আছে বিভিন্ন উপায়ে গোল করার ক্ষেত্রে। সেই গোলগুলো বিশেষ, নিঃসন্দেহে। কিন্তু কাজের দিন কিছুই কাজে এল না। দিমারিয়া ম্যাঞ্চেস্টারেই এক বছর ছিলেন, তবে ইউনাইটেডে। ফিরলেন আবার একই শহরে খেলতে, ফিরে গেলেন সেই শূন্যহাতেই! লরাঁ ব্লাঁ-র দলকে কখনই মনে হয়নি, জেতার সেই তাগিদ নিয়ে খেলছেন যা নিয়ে যেতে পারত তাদের, ইউরোপের প্রথম চারে। তাই পেয়েগ্রিনি, এই মরসুমের পর যিনি সিটির দায়িত্ব ছাড়বেন, যাওয়ার আগে সিটিকে দিয়ে গেলেন নতুন ইতিহাস। চ্যাম্পিয়ন্স লিগের সেরা চার দলের মধ্যে নাম তুলে।

তবে, চ্যাম্পিয়ন্স লিগে টিকে-থাকা একমাত্র ইংরেজ ক্লাবের এমন কৃতিত্বের দিনেও প্রচারের সব আলো নিয়ে গেলেন সেই রোনালদোই। স্পেনে তাঁর সঙ্গে লিওনেল মেসির দ্বৈরথ গত সাত ভচর ধরে আলোচনার শীর্ষে। মঙ্গল-রাতে প্রতিদ্বন্দ্বীর এই পারফরম্যান্সই কি জাগিয়ে তুলবে ৩৬২-মিনিট গোল না-পাওয়া মেসিকে, বুধ-রাতে আতলেতিকোর বিরুদ্ধে?


গোল্লাছুট ৮